রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবলে শক্ত জায়গা তৈরি করল গুজরাট টাইটান্স। বরং বড় ধাক্কা খেল আরসিবি। শীর্ষস্থান খোয়াল তারা। নেমে গেল সোজা তিন নম্বরে। গুজরাট চারে থাকলেও, তাদের পায়ের তলার জমি শক্ত হল। এদিন আরসিবি তিনে নামায় লাভবান হল পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস꧑। শ্রেয়স আইয়ারের পঞ্জাব শীর্ষস্থান দখল করল। দিল্লি উঠে এল দুই নম্বরে।
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
🦩১) পঞ্জাব কিংস- ২ ম্যাচে ২টিতে জয়, ৪ পয়েন্ট (নেট রানরেট +১.৪৮৫)
✃ ২) দিল্লি ক্যাপিটালস- ২ ম্যাচে ২টি জয়, ৪ পয়েন্ট, (নেট রানরেট +১.৩২০)
💙 ৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৩ ম্যাচে ২টিতে জয়, ১টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +১.১৪৯)
ಞ ৪) গুজরাট টাইটান্স- ৩ ম্যাচে ২টি জয়, ১টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট +০.৮০৭)
𒀰 ৫) মুম্বই ইন্ডিয়ান্স- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট +০.৩০৯)
🌱 ৬) লখনউ সুপার জায়ান্টস- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -০.১৫০)
♍ ৭) চেন্নাই সুপার কিংস- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -০.৭৭১)
🌠 ৮) সানরাইজার্স হায়দরাবাদ- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট-০.৮৭১)
আরও পড়ুন: ဣযশস্বীর পথে হাঁটতে চলেছেন সূর্য?মুম্বই ছেড়ে যোগ দেবেন গোয়ায়?শোনা যাচ্ছে MI-এর আর এক তারকার নাম
💛 ৯) রাজস্থান রয়্যালস- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.১১২)
🃏 ১০) কলকাতা নাইট রাইডার্স- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.৪২৮)
মরশুমের প্রথম হার আরসিবি-র
🐟টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান গুজরাটের অধিনায়ক শুভমন গিল। তাঁর সিদ্ধান্ত যে খুব ভুল ছিল না, তা প্রমাণ করে দেন মহম্মদ সিরাজরা। শুরুতেই বিরাট কোহলির (৭) উইকেট তুলে নেন তরুণ বাঁহাতি পেসার আরশাদ খান। এর পর একের পর এক উইকেট হারাতে থাকে বেঙ্গালুরু। ৪২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে আরসিবি। একমাত্র লিয়াম লিভিংস্টোন হাফসেঞ্চুরি করেন। তিনি ৪০ বলে ৫৪ রান করেন। এছাড়া ২১ বলে ৩৩ করেন জিতেশ শর্মা। আটে নেমে ১৮ বলে ৩২ রান করেন জিতেশ শর্মা। আরসিবি ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৯ রান করে। গুজরাটের হয়ে ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২ উইকেট নেন সাই কিশোর।
✱ জবাবে রান তাড়া করতে নেমে গুজরাট ১৭.৫ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওপেন করতে নেমে ৩৬ বলে ৪৯ রান করেন সাই সুদর্শন। জস বাটলার ৩৯ বলে অপরাজিত ৭৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। ১৮ বলে ৩০ করে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। প্রসঙ্গত, আইপিএল ২০২৫-এ পরপর দুই ম্যাচ জিতে অভিযান শুরু করেছিলেন আরসিবি। ২টি ম্যাচই ছিল অ্যাওয়ে। তৃতীয় ম্যাচে এসে ঘরের মাঠে তারা প্রথম মুখ থুবড়ে পড়ল।