বিগত কয়েক বছরে, ভালো করে বললে মহামারীকালের পর থেকে অনেকেই সোশ্যাল মিডিয়াকে পেশার একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। কেউ মেকআপ ভিডিয়ো বানান তো কেউ রোজকার জীবনের ঘটনা তুলে ধরেন, কেউ আবার ঘুরে বেড়ানোর আপডেট দেন, তো কেউ অন্য কিছু। ভিডিয়ো থেকে রিল পোস্ট করে বেশ মোটা টাকা উপার্জন করতে শুরু করেন তাঁরা। অনেকেই তারপর প্রথাগত চাকরি, ইত্যাদির পথে না হেঁটে এটাকেই উღপার্জনের রাস্তা বানান। কিন্তু একই! সম্প্রতি সেই সোশ্যাল মিডিয়ায় কমিয়ে দেওয়া হয় আয়ের পরিমাণ। আগে ওয়ান মিলিয়ন ভিউজ এলে যত পরিমাণ উপার্জন হতো এখন সেটা কমে গিয়েছে। কী বলছে তাতে সাধারণ মানুষ থেকে কন্টেন্ট ক্রিয়েটররা?
আরও পড়ুন: আকাশ-শুভলক্ষ্মীর বিয়ের সময়ই ফ💙ের 'গৃহপ্রবেশ' ঘটবে আদৃতের! ত্রিকোণ সম্পর্কের পরিণতি হবে কী?
কী ঘটেছে?
আগে কোনও রিল, ভিডিয়োতে ১ মিলিয়ন ভিউজ এলে সেটার ಞজন্য সেই কন্টেন্ট ক্রিয়েটর ৫০ থেকে ৬০ ডলার পেতেন বলেই নেট মাধ্যমে একজন দাবি করেছেন। কিন্তু এখন ৫-৬ ডলার মতো আসছে। ফলে একটা বিপুল পরিমাণ আয় কমতে চলেছে যে কন্টেন্ট ক্রিয়েটরদের সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন এমনটা ঘটল? কারণ হিসেবে জানা গিয়েছে মেটা সম্প্রতি গণহারে সমস্ত কনটেন্টে মানিটাইজেশন দিয়েছে। এদিকে কমিয়ে দিয়েছে আয়ের পরিমাণ।
এদিন পূজা কাজরি নামক এক মহিলা একটি স্ক্রিনশট পোস্ট করে জানান তাঁর ♏একটি ভিডিয়ো ২ মিলিয়ন ভিউজ পেয়েছে কিন্তু সেটার জন্য তাঁর আয়ের পরিমাণ মাত্র ১১.৫৭ ডলার। অর্থাৎ ৯৯০ টাকা মতো। তিনি এই স্ক্রিনশট পোস্ট করে লেখেন, 'যেখানে আমার 2M Views সেখনে আমার ডলার ভীষণ পরিমাণে কম। যতগুলো ভিডিয়োতে 1M views আসছে সবগুলোতে এরকম।' তিনি এদিন আর🔯ও জানান, 'নিজের ভয়েস ভিডিয়ো করেও কোনও লাভ নেই, কার কার এরকম হচ্ছে যে ডলার কম দিয়েছে প্রত্যেকটা ভিডিয়োতে, আমি কি ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পাব না? আমার সাথেই এরকম হয়।'
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এভাবে রেভেনিউয়ের পরিমাণ কমিয়ে দেওয়ায় কিন্তু খুশি নেটিজেনদের একাংশ। তাঁদের মতে এতে সোশ্যাল👍 মিডিয়ায় অশ্লীলতা কমবে। এক ব্যক্তি এই বিষয়ে লেখেন, 'অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছিলেন, তাঁদের জন্য এক বালতি সমবেদনা। পড়াশোনার মূল্য কমতে শুরু করেছিল। উঠতি বয়সী ছেলে মেয়েদের কাছে টাকা রোজগারটা খুব ইজি হয়ে গেছিল। মেয়েরা ডলারে লোভে কাপড় খুলতে শুরু করেছিল। ইনকাম কমে যাওয়াটা একটা উচ্ছন্নে যাওয়া জেনারেশন এর পথে বাধা হয়ে দাঁড়াল।' তাঁর দাবি, 'ইতিমধ্যে ইউটিউব আর ইন্সটাতেও রিলসে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। যোগ্যতা, মেধা, পরিশ্রমের একটা মূল্য আছে। সেটা ইয়াং জেনারেশনগুলো আস্তে আস্তে বুঝতে শিখবে এবার।'
আরও পড়ুন: ছুটি নিয়ে নয়, ডিউটি সামলেই ড্যান্স বাংলা ড্যান্সে লেডি কনস্টেবল! বললেন, 'এটা💮ই চ্যালেঞ্জ যে...'
আপনার কি মত এই বিষয়ে?