আর🌳জি কর কান্ড হোক বা অবসাদ, কিংবা ৯০ দশকে জন্ম নেওয়া ছেলে মেয়েদের নস্টালজিয়া উসকে দেওয়া হোক বা বাস্তবের সঙ্গে দারুণ মিল আছে এমন কন্টেন্ট💛 বানাতে তাঁর জুরি মেলা ভার! দারুণ ভাবে বিভিন্ন জিনিসকে রিলসের মাধ্যমে তুলে ধরেন। আসল নাম নিরঞ্জন মন্ডল হলেও সকলে তাঁকে লাফটারসেন বলেই চেনেন। কিন্তু জানেন কি তাঁর সঙ্গী কে? দিন তাঁকে প্রকাশ্যে আনলেন।
আরও পড়ুন: বসন্তে ফ🍸ের প্রেমের রং লেগেছে স্বস্তিকার জীবনে? পূ🔥র্ণিমার রাতে কার সঙ্গে সমুদ্র সৈকতে কাটালেন সময়?
কী ঘটেছে?
লাফটারসেন ওরফে নিরঞ্জন মন্ডল সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী নামক একটি পডকাস্ট শোতে এসেছিলেন। সেখানেই তিনি তাঁর সঙ্গীকে নিয়ে কথা বলেন। জানান তাঁর সঙ্গী একজ🌱ন সেলিব্রেটি মেকআপ আর্টিস্ট। শুধু তাই নয়, সেই ব্যক্তি তাঁর সবথেকে বড় গাইড এবং মেন্টরও বটে।
প্রেমিকের বিষয়ে কথা বলতে গিয়ে লাফটারসেন বলেন, 'আমার সঙ্গী একজন সেলিব্রিট🔥ি মেকআপ আর্টিস্ট। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ও বেশি অ্যাক্টিভ। ও জানে আমার পেশাটা পুরোটাই। এমনকি ও আমার অন্যতম বড় মেন্টর। ও হয়তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে অত কিছু বোঝে না। কিন্তু ওই আমায় বলে দেয় যে কোনটা করা উচিত আর কোনটা নয়। কোন কাজটায় যাওয়া উচিত, কোনটায় নয়। গাইড করে।'
তিনি এদিন আরও বলেন, 'প্রথম প্রথম আমার মনে হতো যে না ভুল বলছে, এই বলছে তাই বলছে। এখন আমি বুঝেছি যে কিছুই না ওঁ๊র অভিজ্ঞতা অনেক বেশি। ও গত ১৩ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছে, তো ও জানে কোনটা কীভাবে হয়। ওর মাধ্যমে আমি অনেক মানুষকে চিনেছি। অনেক ভালো বন্ধু পেয়েছি। অধিকাংশ লোকজন আমায় ওর প্রেমিক হিসেবেই চেনে।' প্রসঙ্গত লাফটারসেনের প্রেমিকের নাম মৈনাক। গত চার বছর ধরে তাঁরা একসঙ্গে আছেন।
আরও পড়ুন: ২ মিলিয়ন ভিউজে আয় মাত্র ১২ ডল🔥ার! মাথায় হাত কন্টেন্ট ক্রিয়েটরদের, খুশি নেটপাড়ার একাংশ, কেন?