New Voter Card:🍸 বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ২০২৬ সালে যারা জীবনে প্রথমবার ভোট দিতে চলেছেন, তাঁরা তাদের নাম অনলাইনেই নথিভুক্ত করে নিতে পারেন। এতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করার ঝামেলা পোয়াতে হবে না। ভোটার সার্ভিস পোর্টালে নাম নথিভুক্ত করার পদ্ধতি এখানে ধাপে ধাপে বলা হল।
কারা ভারতে ভোট দিতে পারবেন
- ভারতের নাগরিক হতে হবে
- বয়স ১৮ বছর বা তার বেশি
- ভারতে স্থায়ী ঠিকানা থাকতে হবে
কারা ভারতে ভোট দিতে পারবেন না
- যারা বিদেশে কোনও দেশের নাগরিকত্ব নিয়েছেন ও ভারতে থাকেন না।
- যারা কোনও অপরাধে অভিযুক্ত।
- যারা যাবজ্জীবন কারদণ্ডে রয়েছেন।
আরও পড়ুন - ❀Pan Card Update: প্যান কার্ডের বয়স কত? এই আপডেটটি করা আছে তো? বাড়ি বসেই অনলাইনে করে নিতে পারেন
অনলাইনে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার পদ্ধতি
🅠১. ভোটার সার্ভিস পোর্টাল voters.eci.gov.in-এ গিয়ে প্রথম রেজিস্ট্রেশন করাতে হবে। এই পোর্টালে গিয়ে ‘সাইন আপ’-এ ক্লিক করতে হবে।
ꦕ২. ‘সাইন আপ’-এর সময় নিজের মোবাইল নম্বর, ইমেল আইডি ও ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে।
🎃৩. পরবর্তী ধাপে নিজের ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। ওটিপি রিকোয়েস্ট করলেই ইমেল আইডি ও ফোন নম্বরে ওটিপি চলে আসবে। এই ওটিপি দিলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।
💟৪. এবার লগইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করুন। এর পর চলে যান ৬ নম্বর ফর্মে। আপনি যদি ওভারসিজ ভোটার হন, তাহলে ৬এ ফর্ম ভরতে হবে।
♎৫. এই ফর্মে গিয়ে পার্সোনাল ডিটেলস, কনট্যাক্ট ডিটেলসসহ সব একে একে ভরতে হবে। সবশেষে টিক চিহ্ন দিতে হবে ডিক্লারেশনে।
𒁃৬. পরবর্তী ধাপে যে যে নথি (যেমন আধার, প্যান) চাইছে, সেগুলি স্ক্যান করে একে একে আপলোড করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর ‘প্রিভিউ অ্যান্ড সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
𓆏৭. এবারে আপনার কাছে প্রিভিউ ফর্মটি খুলে যাবে। সেখানে সব তথ্য ঠিক থাকলে সাবমিটে ক্লিক করে দিন।
নথি যাচাই বা ভেরিফিকেশন
ꦑফর্ম জমা পড়লে ও আবেদন প্রক্রিয়ায় আপনার দেওয়া তথ্য ঠিক থাকলে নথি যাচাইয়ের জন্য আপনার ডাক পড়বে। তখন নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে সহায়ক নথিগুলির ফটোকপি জমা দিতে হবে। সব তথ্য ও নথি ঠিক থাকলে এক মাসের মধ্যে নতুন ভোটার কার্ড পৌঁছে যাবে আপনার ঠিকানায়।