♏ কদিন আগেই একটু পুত্র সন্তানের জন্ম দেন নিম ফুলের মধু-র মানসী সেনগুপ্ত। ১৯ মার্চ বুধবার জন্ম ছেলের। আর সদ্যোজাতর বয়স ১ সপ্তাহ হতেই, প্রকাশ্যে আনলেন নাম। দেখা মিলল খুদের এক ঝলকও।
🃏ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন ‘মৌমিতা’ মনসী সেনগুপ্ত। সেখানে দেখা গেল পোষ্য টোকিয়োর সঙ্গে সদ্যোজাত ছেলের পরিচয় করচ্ছে তিনি। ভাইয়ের সঙ্গে আলাপ করাচ্ছেন সারমেয়টিকে। আর দেখা যায়, মানসীর ছেলে কেঁদে উঠতেই, বিচলিত হয়ে পড়ে পোষ্যও। সে-ও ঘেউ ঘেউ জুড়ে দেয়। ক্যাপশনে মানসী লিখলেন, ‘গোল্লাকে হ্যালো করতে এল টোকিয়ো’।
আরও পড়ুন: 💧নতুন মেগার প্রোমো দিল জি বাংলা! সাপের গল্প, ইচ্ছাধারী নাগকন্যা-য় নাগিন হবেন কে?
🐎মিষ্টি এই ভিডিয়ো কেড়ে নিল সকলের মন। যদিও একটি হার্ট ইমোজি দিয়ে ছেলের মুখ ঢেকে দিয়েছিলেন মানসী, কিন্তু দেখা গেল বেবিকটে হাত-পা ছুঁড়ে খেলা করছে সদ্যোজাত গোল্লা। মশারি খাটানো রয়েছে। আর বেবিকটের চারপশ দিয়ে ঘোরাঘুরি করছে টোকিয়ো।
আরও পড়ুন: 𓆏বিষ্ণোইয়ের দেওয়া খুনের হুমকির মাঝে কীভাবে হয় সিকন্দরের কাজ? ‘আউটডোর শুটিংয়ে…’, জবাব সলমন খানের
ꦓ২০২৪ সালের শেষের দিকে, মানসী সেনগুপ্ত জানন, তিনি ফের সন্তানসম্ভবা। এর আগে অভিনেত্রীর একটি কন্যা সন্তানও রয়েছে। তবে হাইরিস্ক প্রেগন্যান্সি থাকায়, পাঁচ মাসেই চলে যান মাতৃত্বকালীন ছুটিতে। ডাক্তারের পরামর্শে ছিলেন সম্পূর্ণ বিশ্রামে।
🔯এর আগে খুদের ছবি শেয়ার মানসীর বোন সায়নী। লিখেছিলেন, ‘ওয়েলকাম বাচ্চা’। সঙ্গে অনেকগুলো রেড হার্ট ও ইভিল আই ইমোজি। আর সেই ছবিতে দেখা গেল, নরম বিছানায় শুয়ে আছে রাজপুত্র! গায়ে জড়ানো কম্বল। ধরে আছে মাসির একটা আঙুল। যদিও সেই পোস্টে খুদের মুখ দেখা যায়নি। তবে মানসী ছেলেকে গোল্লা বলে ডাকলেও, মেয়ে তুহু ভাইয়ের নাম রেখেছে তুতু।
আরও পড়ুন: 𝔍বচ্চনবাড়ির বউমা নাকি শাশুড়ি, কে বেশি বড়লোক? জয়া ও ঐশ্বর্য কত সম্পত্তির মালকিন
꧒এর আগেও মানসীর নিম ফুলের মধু-র সহকর্মী তনুশ্রীর পোস্ট থেকে সদ্যোজাত ছেলের তোয়ালে মোড়ানো অবয়ব দেখা যায়। অনুশ্রী নানা রকমের ইমোজি দিয়ে খুদের মুখ ঢেকে দিয়েছিলেন। আপাতত অভিনেত্রীর ভক্তরা মুখিয়ে আছেন খুদের মুখ দেখার জন্য।