⛎ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘কেশরি’। দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছিল সিনেমাটি। এবার আসতে চলেছে ‘কেশরি ২’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির টিজার, যা দেখে বোঝা গিয়েছিল যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি করা হয়েছে। গতকাল মুক্তি পেয়েছে ছবি ফাস্ট লুক।
🦩 ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই দেখা গেছে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মাধবনকে নিয়ে আলাদা করে বলার তো কিছু নেই। কাঁচা পাকা দাড়ি, চোখে চশমা, সব মিলিয়ে মাধবনকে দেখতে লাগছিল অসাধারণ। কিন্তু অনন্যাকে দেখে একদমই খুশি হতে পারেননি দর্শকরা।
আরও পড়ুন: ಌবড় ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট হৃতিকের, কী মন্তব্য করলেন ‘প্রাক্তন’ সুজান?
আরও পড়ুন:ꦍ শ্রীলীলার সঙ্গে আদুরে পোস্ট কার্তিকের, তবে কী এবার দক্ষিণের জামাই হবেন তিনি?
🥂 ছবিতে অনন্যাকে সাদা শাড়ি, কালো ওয়েস্টকোট এবং গলায় সাদা ব্যান্ড পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক ঝলক দেখলে মনে হবে, যেন ৭০ দশকের কোনও অভিনেত্রী দাঁড়িয়ে রয়েছেন। অনন্যার এই নতুন অবতার দেখে এক দল যেমন খুব খুশি হয়েছেন তেমন কিছু মানুষ জানিয়েছেন আপত্তি।
💧 কিছু মানুষ অনন্যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখেছেন, ‘অনন্যা একজন ভালো অভিনেত্রী। খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন।’ একজন লিখেছেন, ‘আশা করি অনন্যা সবার মন জয় করবে।’ তবে অনন্যার প্রশংসা করেছেন যতজন মানুষ, তার থেকে অনেক বেশি মানুষ অনন্যাকে নিয়ে ট্রোল করেছেন।
ওয়ামিকা প্রসঙ্গে
♑নেটিজেনদের মধ্যে বেশিরভাগ মানুষ একটি ঐতিহাসিক চরিত্রে অনন্যার অভিনয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অনন্যার বদলে ওয়ামিকা গাব্বিকে নেওয়ার পরামর্শ দিয়েছেন বেশ কিছু মানুষ। একজন লিখেছেন, ‘অনন্যার থেকে ওয়ামিকাকে নিতে পারতেন। অনন্যার থেকে উনি ১০০ গুন ভালো অভিনেত্রী।’ অন্য একজন লিখেছেন, ‘অনন্যা চরিত্রটি যেহেতু পাঞ্জাবি, তাই আমার মনে হল ওয়ামিকাকে নিলে ভালো হতো।’ তৃতীয় একজন লিখেছেন, ‘যে কোনও অভিনেত্রী অনন্যা থেকে ভালো অভিনয় করতে পারেন।’
ক্যাটরিনা প্রসঙ্গে
😼শুধু ওয়ামিকা নন, অনেকে অনন্যার বদলে ক্যাটরিনাকে নেওয়ার কথাও বলেছেন। একজন লিখেছেন, ‘সম্ভবত অনন্যার চরিত্রটি একজন পাবলিক প্রসিকিউটর। একজন অ্যাংলো ইন্ডিয়ান। যদি তাই হয়, তাহলে ক্যাটরিনাকে নেওয়াই ভালো হতো।’ সহমত প্রকাশ করে অন্য একজন লিখেছেন, ‘ব্রিটিশ অ্যাংলো ইন্ডিয়ানের ভূমিকায় অসাধারণ অভিনয় করতে পারতেন ক্যাটরিনা। অনন্যাকে নেওয়া পরিচালকের মিসকাস্ট হয়েছে।’
আরও পড়ুন: ꩵপ্রচারের আলোয় সলমনের নতুন ঘড়ি! দাম শুনলে আঁতকে উঠবেন আপনি
আরও পড়ুন:⭕ 'ওর লাইফ তো সেট...', আলিয়াকে ঈর্ষা করতেন তাঁরই এক কাছের মানুষ, জানেন তিনি কে?
ཧ প্রসঙ্গত, ‘কেশরি চ্যাপ্টার ২’ সিনেমায় প্রথম কোনও সিরিয়াস চরিত্রে অভিনয় করতে চলেছেন অনন্যা। এর আগে যে কটি চরিত্র তিনি অভিনয় করেছেন, তার মধ্যে বেশিরভাগ চরিত্রেই অনন্যা খুব ভালো অভিনয় করতে পারেননি। এই সিনেমায় একজন অ্যাংলো ইন্ডিয়ান প্রসিকিউটরের চরিত্র কতটা সুন্দর করে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন অনন্যা, সেটাই এখন দেখার।