শুরু থেকেই নিত্যদিন চর্চায় থাকে রচনা বন্দ্য়োপাধ্যায় সঞ্চꦏালিত শো ‘দিদি নম্বর ওয়ান’। রোজই এই শোয়ে প্রতিযোগী হয়ে হাজির হন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা। সঞ্চালিকা রচনার সঙ্গে তাঁরা ভাগ করে নেন তাঁদের নানান অভিজ্ঞতা, জমে ওঠে গল্প। আবার নানান স্পেশাল পর্বে দেখা মেলে টলিপাড়ার সেলেবদেরও। সম্𝓡প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে নবীনাদের সঙ্গে প্রতিযোগিতায় মেতেছিলেন প্রবীণারা। কী হল সেখানে?
দিদি নম্বর ১-এর নতুন প্রমোতে দেখা গেল বর্ষীয়ান কিছু মহিলার সঙ্গে লাফদড়ি খেলা থেকে র্যাম্প ওয়াক, নানান প্রতযোগিতায় মেতেছেন অল্পবয়সী প্রতিযোগীরা। প্রবীণ বনাম নবীন লড়াইয়ে হাজির নিতিশা দত্ত থেকে রিনা দে-র মতো প্রতিযোগীরা একপক্ষ অপরপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। প্রব🅷ীণ রিনা দে যখন শাড়ি পরে লাফদড়ি খেলে চমকে দিলেন, অন্যদিকে র্যাম্প ওয়াকে তাক লাগালেন নিতিশা।
এক বর্ষীয়ান প্রতিযোগী বললেন, আজকালকার নবীনদের একটা পুঁটিমাছ কাটতে দিলে কি পারবে? নবীন প্রতিযোগীরা উত্তর দেওয়ার আগেই সঞ্চালিকা রচনা বলেন, ‘আমার মনে হয় ওরা পুঁটিমাছটা চেনে না!’♛ তাঁর এমন কথায় তখন হেসে ফেলেন উপস্থিত প্রতিযোগীরা।
দিদি নম্বর ওয়ান-এর এই প্রমোদেখে বেশ বোঝাই যাচ্ছে, যে জমে উঠতে চলেছে শোয়ের এই পর্ব। চ্যানেল ꦛকর্তৃপক্𝄹ষের সোশ্যাল মিডিয়ায় উঠে আসাস এই প্রোমোর নিচেও নানান কমেন্ট করেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, দিদি নম্বর ওয়ান-এর সঞ্চালনা ছাড়া বহুদিন হল সিনেমার পর্দা থেকে দূরেই রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। গত বছর লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর হুগলির সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। তবে শোনা যাচ্ছিল, খুব শ𝓰ীঘ্রই নাকি সিনেমার পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। রচনা জানিয়েছেন, 'এখনও পর্যন্ত কিছু ভাবিনি,দেখা যাক। ভবিষ্যতের কথা বলতে পারছি না। lys যদি এখনের কথা বলেন তাহলে বলব একদম সময় পাচ্ছি না।' অর্থাৎ তাঁর কথাতেই স্পষ্ট আপাতত বড়পর্দায় ফেরার তাঁর সম্ভাবনা নেই।