সলমন খানের ‘সিকান্দর’ ছবি মুক্তির জন্য প্রস্তুত। আর মাত্র কিছুসময়ের অপেক্ষা। এই ছবি নিয়ে ♐ইতিমধ🐻্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কারণ প্রথমবার বড়পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন সলমন এবং রশ্মিকা।
এ আর মুরগাদাস পরিচালিত এই সিনেমা হলে মুক্তি না পেলেও ইতিমধ্যেই পরিবারের সবাইকে ‘সিকন্দর’ সিনেমাটি দেখিয়েছেন ﷺভাইজান। পরিবারের সবাই ভীষণ খুশি ভাইজানের অভিনয় দেখে। তবে সিন🍸েমা দেখে ভাইজানের বাবা সেলিম খান জানিয়েছেন তাঁর মতামত। কী বলেছেন তিনি?
আরও পড়ুন: প্র🎐চারের আলোয় সলমনের নতুন ঘড়ি! দাম 💦শুনলে আঁতকে উঠবেন আপনি
আরও পড়ুন: 'ওর 🍷লাইফ তো সেট...',꧂ আলিয়াকে ঈর্ষা করতেন তাঁরই এক কাছের মানুষ, জানেন তিনি কে?
সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেটি আদতে একটি প্রচারমুলক ভিডিয়ো। ভিডিয়োয় দেখা যাচ্ছে আমির খ🥃ান, সলমন, সিনেমার পরিচালক ও ভাইজানের বাবা সেলিম খান কথা বলছেন। আমির যখন সেলিম খানকে জিজ্ঞাসা করেন সিনেমা কেমন লেগেছে? উত্তরে সেলিম বলেন, এই ছবির সবচেয়ে ভালো দিক হল এর পরে কী হবে? এরপর কী করবে? এটা আপনাকে গোটা সময় বেঁধে রাখবে।
এরপর আমির যখন সেলিমকে জিজ্ঞাসা করেন, 'সেলিম ছবি মুক্তির আগের উদ্বেগ কীভাবে মোকাবেলা করেন, তখন তিনি বলেছেন, যে কোনও কাজ করলেই শুরুতে কিছুটা উদ্বেগ থাকে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়। এটা মানুষের স্বভাব, এটা হয়। যদি আপনি ভাবেন যে সবাই এটা অনুভ﷽ব করে এবং আমিও অনুভব করছি, তাহলেই এটা সহজ হয়ে যাবে।'
আরও পড়ুন: দেখতে এক হলেও এক নয়, অ⛦ভিষ♚েকের ঘড়ির থেকে কতটা আলাদা সলমনের ঘড়ি
আরও পড়ুন: ছুট🦂ির আমেজে সামান্থা, ছবি দেখেই প্রশ্নবাণ, ‘কে তুলে দিল?’ চটপট জবাব নায়িকার
উল্লেখ্য, ‘সিকান্দর’-এর ট্রেলার লঞ্চেও সলমনের সাথে ছিলেন সেলি🌜ম। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি ✃ছেলের পাশে থেকেছেন সবসময়। এবারেও তার অন্যথা হয়নি।
প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ ইদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে ‘সিকন্দর’। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক এ আর মুরুগাদোস। ভাইজানের বিপরীত🗹ে এই সিনেমায় অভিনয় 𒁏করতে দেখা যাবে রশ্মিকা মান্দানা এবং কাজল আগরওয়ালকে। সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন সত্যরাজ।