এই♓ মুহূর্তে লন্ডনে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, দিল্লির সংসদ থেকে তাঁর সরকারকে বাংলাদেশি অবৈধ অনুুপ্রবেশ ইস্যুতে তোগ দাগতে দেখা গেল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বৃহস্পতিবার সংসদে, ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫’ নিয়ে আলোচনা চলে। তখনই বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশের 🍃প্রসঙ্গ তোলেন অমিত শাহ। সীমান্তে কাঁটাতার বসানো থেকে শুরু করে, সীমান্ত দি য়ে বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ইস্যুতে সংসদে সরব হন অমিত শাহ।
সীমান্তে কাঁটাতার ইস্যু
পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো ইস্যুতে সংসদে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ধারালো নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ সংসদেཧ বলেন,' বাংলাদেশের সঙ্গে আমাদের সীমা ২২১৬ কিলোমিটারের…।SEZ এর মধ্যে ৫৪৩৬কিমি বেড়া রয়েছে, যার মধ্যে ১১২ কিমি আছে যেখানে নদী, নালা, পাহাড় ইত্যাদির কারণে বেড়া দেওয়া যায় না। যেখানে ৪৫০ কিমি বেড়া দেওয়া হয় সেখানে বাকি থাকে এবং বাংলা সরকার জমি না দেওয়ার কারণে এটি ফেলে রাখা হয়, এর জন্য সাতটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।৪৫০ কিলোমিটারের কাঁটাতারের কাজ এখনও বাকি। কারণ পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না।' এরইসঙ্গে তিনি বলেন,'যেখানেই কাঁটাতারের কাজ হয়, সেখানে শাসকদলের লোকজন গিয়ে তাণ্ডব চালান, আর ধর্মীয় স্লোগান দেন।'
( Attacks in Pakistan: পাকিস্তানে জোড়া হামলা! করাচিগামী বাসে হানা, বালোচিস্তানে পুলিশের গাড়ির সামনে বিস্ফোর꧋ণ, মৃত বহু)
( Budh and Shani Yuti: শনির সঙ্গে বুধের যুতিতে ২০২৫ বাংলা নববর্ষের আগেই তুমুল লাꦑভ বৃষ সহ ৩ রাশির! কী কী প্রাপ্তি?)
‘যত বাংলাদেশি ধরা পড়েছে সব ২৪ পরগনার আধার কার্ড'
বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,'রোহিঙ্গা বা বাংলাদেশি যেভাবেই অনুপ্রবেশ করুক না কেন, আগে আসাম দিয়ে আসত, এখন পশ্চিমবঙ্গ দিয়ে আসে, যেখানে তৃণমূলের সরকার রয়েছে। এঁদের আধার কার্ড দাদা কে দেয়?' সংসদে উপস্থিত সৌরত রায়ের দিকে তাকিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,' কোথাকার নাগরিক তাঁরা? যত বাংলাদেশি ধরা পড়েছে সব ২৪ পরগনার আধার কার্ড।' মমতা সরকারকে টার্গেট করে অমিত শাহের বার্তা,'আপনারা যে আধার কার্ড ইস্যু করেন, তা নিয়ে ওরা দিল্লি পর্যন্ত আসে। আপনারা আধার কার্ড ইস্যু করবেন না, দেখবেন, মানুষ তো কি, পাখিও প্রবেশ করবে না।' এরই সঙ্গে সংসদে অমিত শাহ মনে করিয়ে দেন, ২০২৬ এ রয়েছে বাংলার ভোট। শাহের দাবি, তাতে ♓‘পদ্ম ফুটবে।’