𝓰 জ্যোতিষশাস্ত্রমতে, বুধদেব মার্গী হলে তার প্রভাব একাধিক রাশির জাতক জাতিকার ভাগ্যে পড়ে। আসন্ন সময়ে বুধদেব হতে চলেছেন মার্গী। বুধ গ্রহের চালে যদি বদল হয়, তার প্রভাব সমাজের সর্বস্তরে পড়তে থাকে। ৭ এপ্রিল বুধ গ্রহ সোজা চালে চলতে শুরু করবেন। বাংলা নববর্ষের আগে থেকেই বুধের এই চাল একাধিক রাশির জাতক জাতিকাকে সুখের মুখ দেখাতে পারে। এমনই আশা জ্যোতিষবিদদের। দেখা যাক, বুধের মার্গী চালের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
বৃষ
🎀এই সময় আপনার আয়ে ব্যাপক বৃদ্ধি হতে পারে। আয়ের জন্য নতুন নতুন উৎস খুলে যাবে। বিনিয়োগে লাভের যোগ তৈরি হবে। হঠাৎ করে হাতে টাকা আসতে পারে। শেয়ার বাজার সম্পর্কিত ক্ষেত্রে যদি টাকা লগ্নির কথা ভাবেন, তাহলে তা থেকেও লাভ আপনার ভাগ্যে এসে গেলেও যেতে পারে। আপনার কথার প্রভাব বিভিন্ন দিক থেকে পড়তে থাকবে। সন্তানের সঙ্গে জড়িত কোনও শুভ খবর পেতে পারেন।
কর্কট
🧸বুধদেব আপনার রাশির নবমভাবে অবস্থান করবেন। এই সময় আপনার ভাগ্যে চমক আসতে পারে। আপনি কোনও ধার্মিক কাজে অংশ নিতে পারেন। ধর্ম, কর্মের কাজে আপনার রুচি বাড়বে। কোথাও ছোট কিম্বা বড় যাত্রা করতে পারেন। চাকরিরতরা এই সময় নতুন কোনও চাকরি পেতে পারেন। আর্থিক দিক থেকে এই সময় খুবই ভালো কাটতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষার্থীরা সাফল্য পেতে পারেন।
মীন
🐻বুধ গ্রহ আপনার লগ্নভাবে মার্গী হতে পারেন। আপনার একাগ্রতা এই সময় বেড়ে যেতে পারে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় আসবে শান। ফলে বুদ্ধি দিয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। কাজের দিক থেকে আপনি সাফল্য পাবেন। বিবাহিতদের জীবনে ভালো কিছু ঘটতে পারে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। পার্টনারশিপের কাজে লাভ পেতে পারেন।
💧(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )