দেখতে দেখতে ৫০ দিন বক্স অফিসে পার করে ফেলল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই রাত তোমার আমার ছবিটি। এখানে জুটি বেঁধেছিলেন অপর্ণা 💃সেন এবং অঞ্জন দত্ত। তাঁদের ছবি এই মাইলফলক পার করার আগেই মেয়ে কঙ্কনা সহ সহ-অভিনেতা অঞ্জন দত্তকে নিয়ে কী বললেন অপর্ণা সেন?
আরও পড়ুন: এসেই পরিণীতাকে কাঁটায় কাঁটায় টক্কর পরশুরামের! চ൲মক দিল রাঙামতীও, বে💙ঙ্গল টপার কার দখলে?
কী বললেন অপর্ণা সেন?
অনেক সময়ই অনেকেই মনে করে থাকেন বা দর্শকদের একটা বৃহৎ অংশের ভাবনা যে অভিনেতা, অভিনেত্রী মাত্রই সুন্দর দেখতে হবে, সুঠাম চেহারা থাকবে। কিন্তু ভারতে এমন বহু অভি🐼নেতা আছেন যাঁদের সঙ্গে এই তথাকথিত সুন্দর তকমা যায় না হয়তো, কিন্তু তাঁদের অভিনয় বারেবারে নজর কেড়েছে। এদিন তাঁদের প্রসঙ্গেই কথা বলতে শোনা যায় অপর্ণা সেনকে। সেই বিষয়েই তিনি নিজের মেয়🅷ের প্রসঙ্গও তুলে আনেন।
এদিন অপর্ণা সেন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'কঙ্কনা তো সেই অর্থে আমরা যে রকম বলি প্রথগত সুন্দরী সেরকম তো নয়। কিন্তু সেদিন কে যেন কঙ্কনা সম্পর্কে বলল ও কঙ্ক🥂না, সে যদি একটা ডিরেক্টরি গড়গড় করে পড়ে তাহলেও সে অভিনয় করছে। মানে এতই তার ট্যালেন্ট। অঞ্জন সেই জাতের অভিনেতা। ট্যালেন্ট এত বেশি।'
তিনি এদিন আরও বলেন, 'আমাদের দেশে, আমাদের পোড়া দেশ অনেক দেরিতಞে বুঝেছ❀ে এগুলো। তবুও তো আমি বলব বম্বেতে ওম পুরী, মারা গেছেন এখন। ইরফান খান। দুজনেই চলে গেছেন। বা নাসিরউদ্দিন শাহ। এঁদের তো প্রথাগত সুন্দর চেহারা নয়। কিন্তু এঁদের মুখগুলো এত অভিব্যক্তিতে পূর্ণ, অভিনেতাদের যে ধরনের মুখ দরকার, একটা মোবাইল মুখ। যেখানে অনেক ধরনের অভিব্যক্তি খেলা করবে সেই ধরনের চেহারা।'
অপর্ণা সেনের কাজ
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, অপর্ণা সেনকে বহুদিন পর দর্শকরা বড় পর্দায় দেখলেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই রাত তোমার আমার ছবিতে উঠে এসেছে এমন এক বৃদ্ধ দম্পতির কথা যাঁরা তাঁদের ৫০ তম বিবাহবার্ষিকী পালন করছে। তাঁরা তাঁদের জীবনের না বলা কথাকে শেষ লগ্নে এসে স্বীকার করেন, অসুস্থতা, বিপদে একে অন্যের পাশে থাকেন। পরিচালককেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে এই ছবিতে। দর্শকদের থেকেඣ তুমুল প্রশংসা পেয়েছে এই ছবি।