অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই মঞ্চে কোনও না কোনও ম্যাজিক ঘটবে। এবং মুহূর্ত ভাইরাল হবে। এদিনও তার অন্যথা হল না। কিন্তু কনসার্টে কী ঘটালেন꧒ অরিজিৎ সিং?
কী ঘটেছে?
কনসার্টে মাঝে মধ্যে গান গাইতে গাইতে ট💟ুকটাক নাচলেও অরিজিৎ সিংকে কখনও সেই অর্থে দাপিয়ে নাচ করতে এর আগে তাঁর শ্রোতারা সেই অর্থে দেখেনি। এদিন তিনি মঞ্চে🔯 যেন সব ভুলে জমিয়ে ভাঙরা নাচলেন। আর সেটারই ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে।
সম্প্রতি মুম্বইয়ে কনসার্ট অনুষ্ঠিত হয🍷়ে গেল অরিজিৎ সিংয়ের। সেখানেই তিনি শাহরুখ খান, প্রীতি জিন্টা অভিনীত কাল হো না হো ছবি থেকে প্রিটি ওম্যান গানটিতে জমিয়ে ভাঙরা নাচলেন। তাঁকে বেশ কিছু চেনা ভাঙরা স্টেপ করতে দেখা যায়। ♏মঞ্চে তখন পেশাদার নৃত্যুপশিল্পীরা ছিলেন। তাঁদের সঙ্গেই নিজের মতো করে নাচতে দেখা গেল গায়ককে। সঙ্গে গাইলেন গানটিও।
এদিন এই ভিডিয়ো প্রকাশ্যে এনে লেখা হয়, 'সিঙ্গিং মোড নয়। সিং ইন ম🍎ুড।'
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন লেখেন, 'অ্যা! এটা কী রূপ✅ দেখছি অরিজিৎ সিংয়ের?' কেউ আবার 🥃লেখেন, 'যাক অবশেষে অন্তত ওঁর এই রূপটা দেখা গেল।'
প্রসঙ্গত কিছুদিন আগে অরিজিৎ সিংকে নিয়ে জোর বিতর্ক বেঁধেছিল। তিনি হিন্দিতে দুটি রবীন্দ্র সঙ্গীত গাওয়ার জন্য তিন কোটি টাকা চেয়েছিলেন। তারপর তাঁর পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা বাবুল স🌳ুপ্রিয়। যদিও বিনোদন জগৎ সহ সাধারণ মানুষ সকলেই গায়কের হয়ে কথা বলেছেন। জানিয়েছেন তিনি নিজেকে খেটে সেই জায়গা তৈরি করেছেন বলেই এই পারিশ্রমিক নেন।
আরও পড়ুন: বসন্তে ফের প্রেমের রং লেগꦰেছে স্বস্তিকার জীবনে? পূর্ণিমার রাতে কার সঙ্গে 🥀সমুদ্র সৈকতে কাটালেন সময়?