২০২০ সালের ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর♒ খবর যেন গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। ⛄একদিকে করোনার সঙ্গে লড়াই করছে মানুষ, অন্যদিকে সুশান্তের আচমকা আত্মহত্যার খবর যেন আরও কিছুটা মানসিকভাবে ভেঙে দিয়েছিল সকলকে। সুশান্তের মৃত্যুর অভিযোগে রিয়া চক্রবর্তী এবং তাঁর গোটা পরিবারকে দায়ী করা হয়।
সুশান্তের মৃত্যুর এতগুলো বছর কেটে যাওয়ার পর অবশেষে সিবিআই-এর তরফ থেকে তদন্তে রিপোর্ট পেশ করা হলো মুম্বইয়ের স༒্পেশাল কোর্টে। রিপোর্টে জানানো হয়েছে, আত্মহত্যা ছাড়ꩲা তদন্তে আর কোনও কিছু উঠে আসেনি। আত্মহত্যা করেই মৃত্যু হয়েছে সুশান্তের। সুশান্তের মামলাই তাই এবার বন্ধ করে দিল সিবিআই।
আরও পড়ুন: ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসায় প🗹ঞ্চমুখ বিজ🍸েপি, কী বলছে শাসক দল?
আরও পড়ুন: 'আমাদের কেউ মনে রাখবে না...', কী কারণে মন খারাপ আমিরের? এমন কীꦉ হল তাঁর🦄?
সিবিআইয়ের তরফ থেকে কেস বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মামলা থেকে নিষ্কৃতি পেল রিয়া চক্রবর্তী এবং তাঁর গোটা পরিবার। বিগত বেশ কয়েক বছর ধরে যেভাবে রিয়াকে হেনস্থা হতে হয়েছে, সেই নিয়ে মুখ খুলতেও শোনা গেল রিয়ার আইনজীবীকে। সোশꦅ্যাল মিডিয়ায় রিয়ার নামে যꦜেভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছিল, সেই বিষয় নিয়ে ভর্ৎসনা জানান তিনি।

এতগুলো বছরে আরও একজন ব্যক্তি ছিলেন যিনি চুপ করেছিলেন, তিনি হলেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। সিবিআইয়ের তরফ থেকে ক্লিনচিট পাওয়ার পর ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন শৌভিক। দিদির সঙ্গে পাহাড়ে ঘুরতে যাওয়🍸ার একটি মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সত্যমেব জয়তে। (হাত ভাঁজ করার ইমোজি)।’
সুশান্তের মৃত্যুর পর স্বজনপোষণ নিয়ে💦 উত্তাল হয়েছিল গোটা বলিউড। নাম উঠে এসেছিল করণ জোহর থেকে শুরু করে মহেশ ভাট, সলমন খান পর্যন্ত। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, ꦺসুশান্তকে মানসিকভাবেই ভারসাম্যহীন করে হত্যা করা হয়। কিন্তু দীর্ঘ পাঁচ বছর তদন্ত করার পরেও তেমন কিছু উঠে আসেনি, তাই আত্মহত্যাই সুশান্তের মৃত্যুর অন্যতম কারণ বলে জানান সিবিআই।
আরও পড়ুন: সম্পত্তির নিরিখে হারিয়ে দিয়েছ🐭েন রণবীর-রজনীকান্তকে,কে ভারতের এই ধনী কমেডিয়ান?
আরও পড়ুন: 'ওই ♛একটি দৃশ্যে তুমি...', দঙ্গল সিনেমায় আমিরের কোন ভুল চোখে পড়েছিল অমিতাভের?
উল্লেখ্য, ছোট পর্দায় নিজের কেরিয়ার শুরু করলেও সুশান্তের লক্ষ্য ছিল বড় পর্দা। কাই পো চে সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটেছিল তাঁর। ‘এম এ📖স ধোনি’, ‘কেদারনাথ’, ‘ছিচোরে’ সহ বহু সিনেমায় অভিনয় করেছিলেꦯন তিনি। দুর্ভাগ্যবশত ২০২০ সালের মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।