জিতেন্দ্র সারিন
বিচারপতি যশবন্ত ভার্মা। তাঁকে ফের পাঠিয়ে দেওয়ার প্রস্তাব এলাহাবাদ হাইকোর্টে। দিল্লি হাইকোর্ট থেকে তাঁকে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব এলাহাবাদ হাইকোর্টে। এরপরই এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এলাহাবাদ হাইকোর্টের বার অ্য়াসোসিয়েশন। 𒀰তারা তাদের চিঠিতে এনিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। প্রসঙ্গত ওই বিচারপতির বাসভবন সংক্রান্ত একটা রিপোর্টের পরেই শোরগোল পড়ে যায়। আর সেই বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে ফেরানোতে তীব্র আপত্তি এলাহাবাদ বার অ্যাসোসিয়েশনের।
HCBA জানিয়ে দিয়েছে দুর্নীতিকে কোন♓ওভাবেই মানা হবে না।
বার অ্য়াসোসিয়েশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ওই বিচারপতিকে ফিরিয়ে আনা হচ্ছে এলাহাবাদ🅠ে।
বার অ্য়াসোসিয়েশনের চিঠিতে উ♋ল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের কলেজিয়াম যে প্রস্তাব এনেছে তাতে একটি বড় প্রশ্ন উঠছে যে এলাহাবাদ হাইকোর্ট কি একটা ট্র্যাশবিন? এলাহাবাদ হাইকোর্টে সম্মানীয় বিচারপতিদের অভাব রয়েছে। এনিয়ে ধারাবাহিক সমস্যা। দীর্ঘ বছর ধরে নতুন বিচারপতিও নিয়োগ করা হয়নি। বারের মেম্বারদের মধ্য়ে থেকে যখন বিচারপতি নিয়োগ করা হয় তখন বারের সঙ্গে পরামর্শ করা হয় না। …কিছুর একটা অভাব থেকেই যায়। যার জেরে দুর্নীতি সামনে আসে আর বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস টলে যায়। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।