দিঘায় আর একমাস পর উদ্বোধন হবে জগন্নাথ মন্দির। এখন তার শেষ লগ্নের কাজ চলছে জোরকদমে। ইতিমধ্যেই একবার🧜 সেখানে পরিদর্শন করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সৈকতনগরী দিঘায় গড়ে উঠবে ওয়াটার পার্ক। যা অত্যন্ত সুখবর পর্যটকদের কাছে। পর্যটকদের আরও আকর্ষণ বাড়াতে এই বিনোদনমূলক প্রকল্প হাতে নিতে চলেছে দিঘা–শঙ্করপুর উন্নয়ন সংস্থা (ডিএসডিএ)। জাহাজবাড়ির সামনে সমুদ্রসৈকতের দিকে যেতে যে রাস্তা পড়ছে সেখানে ওয়াটার পার্কের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবিত ওয়াটার পার্কের জন্য বোর্ডও বসে গিয়েছে। এখানেই অফিস রয়েছে দিঘা–শঙ্করপুর উন্নয়ন সংস্থার।
এদিকে ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে দিঘা–শঙ্করপুর উন্নয়ন সংস্থা বলে খবর। এই প্রকল্প রূপায়ণে এবার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিউটাউনে এবং নিকো পার্কে আছে ওয়াটার পার্ক। সেই ধাঁচেই সুসজ্জিত এবং উন্নত পরিকাঠামোযুক্ত এই পার্ক তৈরি হবে দিঘায় বলে ডিএসডিএ সূত্রে খবর। নিউ দিঘায় ইতিমধ্যেই তৈরি হয়েছে ঢেউ সাগর। এখানে পর্যটকরা এসে ভিড় করেন। এটা বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। এবার তার সঙ্গে ওয়াটার পার্ক গড়ে উঠলে পর্যটকরা অত্যন্ত আনন্দ পাবেন। এই ওয়াটার পার্ক গড়ে উঠলে শিশু–সহ সব বয়🙈সি পর্যটকের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠবে।
আরও পড়ুন: কন্যাশ্রী প্রকল্প ‘ভাল’ তৃণমূল কংগ্রেস ‘খারাপ’, মহম্মদ সেলিমের মন্তব্যে জোর চর্চা
অন্যদিকে জগন্নাথ মন্দির গড়ে উঠছে বলে পর্যটকরা পুরীর আমেজ এখানে পাবেন। একদিকে সমুদ্রসৈকত অপরদিকে জগন্নাথ মন্দির। এবার বিদেশের ধাঁচে তৈরি হওয়া দিঘার ওয়াটার পার্ক পর্যটকদের নানা দেশের কথা স্মরণ করাবে। যাঁরা চাইলেই পুরী যেতে পারেন না তাঁরা অনায়াসে দিঘায় যেতে পারেন। যে﷽হেতু পর্যটনকেন্দ্র অনেক কাছে। তাই এখানে ব্যবস্থা হলে গোয়ার কথা অনেকের মনে পড়তেই পারে। এখানে সবরকম ব্যবস্থা থাকছে পর্যটকদের জন্য। তবে এই ওয়াটার পার্ক গড়ে উঠতে সময় লাগবে।
তছাড়া জগন্নাথ মন্দির তৈরি হওয়ার ফলে এখানে মিষ্টির দোকান থেকে শুরু করে পথ চলতি খাবার দোকান গড়ে উঠছে। সেটা ওয়াটার পার্কের কাছেও এমন গড়ে উঠবে। তাই এই ওয়াটার পার্কের বিষয়ে উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, ‘দিঘায় ওয়াটার পার্ক গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ চলছে। যেহেতু দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনকে সামনে রেখে অন্যান্য প্রকল্পের কাজ চলছে তাই ওয়াটার পার্কের ক্ষেত্রে সময় লাগছে। আগামীদিনে এই পরিকল্পনা দ্রুতꦅ বাস্তবায়িত হবে।’